Best status post
😇😑😑••• বিবাহ রহস্য •••
.
বিয়ে শুরুর আগে বরকে আলাদা করে
 বসিয়ে শ্বশুর, শাশুড়িকে নিয়ে পুরোহিত
 মশাই পূজা করেন।
 মেয়েকে এ ভাবে আলাদা করে বসিয়ে
 পুজা হয় না !!!!!
কেন ?
কারণ বলি হওয়ার আগে পাঁঠা কেই পুজা
 করা হয় , কসাই কে নয় !!!!!

 ??

এরপর মেয়ে আসে মুখে পান চাপা
 দিয়ে !!!!
 মুখে চাপা তো দিতেই হবে ,
ভিড়ের মধ্যে কোন ছেলে
 যদি দেখতে পেয়ে হঠাৎ বলে বসে –
.
"আরে এর সাথেই তো ফার্স্ট ইয়ার থেকে
 আমার দুবছর প্রেম ছিল" !!!

 😏

এরপর আসে “ সাত পাকে বাঁধা “ ......
এই সাতটি পাকে ছেলে প্রতিজ্ঞা করে
 সাতটি জিনিস দেওয়ার !!!!
১) খাদ্য
২) বস্ত্র
৩)বাসস্থান
৪)অলঙ্কার
৫) টি ভি রিমোট
৬) মোবাইল রি চার্জ
৭ ) নিজের স্বাধীনতা !!!!

??

এরপর আসে সিঁদুর পরানোর পালা। লাল
 দিয়ে নিজে হাতে ছেলে চিহ্নিত করে
"ডেঞ্জার" !!!!

??

পরের দিন সকালে বিদায়ের সময় মেয়ে
 কাঁদে আর ছেলে হাসে !!! মেয়ের ওটা
 শেষ কান্না আর ছেলের ওটা শেষ
 হাসি !!!!

??

এই দিন হল "কালরাত্রি"... !!!
 ছেলে মেয়ে
 পরস্পরের মুখও দেখবে না !!
এই সিস্টেমটা
 অনেকটা এ রকম যে , রাত্রে নিমন্ত্রণ
 বাড়ি থাকলে সন্ধ্যে বেলা কম করে
 খাওয়া, যাতে পরে খাবার পেলে কব্জি
 ডুবিয়ে মন ভরে খেতে পারে!

??

পরের দিন বউভাত...
 দুপুরে নতুন বউয়ের হাতে
 শ্বশুর / ভাশুর দের পায়েস প্রদান !!!
ব্যাস শুরু হয়ে গেল বৌমার নগদ
 আমদানির পালা !!!! (পঞ্চাশ , একশ

??

বউ ভাতের সন্ধ্যে বেলা সবাই ভাবে
 খাওয়ার কথা , সাজগোজের কথা। আর
 দুজন ভাবে কখন সব লোক খেয়ে চলে
 যাবে....
.
এই ফুল শয্যার রাত হল এমন এক
 পরীক্ষা যেখানে ঠিক হয়ে যাবে কাল
 থেকে মশারি কে খাটাবে , বর না বউ !!
AmayTumiAjoBujhlena

Post a Comment

Thanks For Comments... ..Thanks you. ☺

 
Top